Wellcome to National Portal
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মে ২০২৪

সাফল্য ও অর্জন

সাফল্য

অর্জন

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানি ভাতার হার ১২ হাজার টাকা হতে ২০ হাজার টাকায় বৃদ্ধি করে ভাতা বাবদ ৩ বছরে ১৩,৯৮৬.৭০ কোটি টাকা প্রদান করা হয়েছে। খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীরশ্রেষ্ঠ পরিবারসহ মৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে রাষ্ট্রীয় সম্মানি ভাতাও বৃদ্ধি করা হয়েছে। এ বাবদ ৩ বছরে প্রায় ১৩৮৭.৫৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও, ভাতাভোগী প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা পরিবারকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ অন্যান্য ধর্মীয় উৎসবাদি উদযাপনের নিমিত্ত সর্বনিম্ন ১০ হাজার টাকা হারে বছরে দুটি করে উৎসব ভাতা হিসেবে প্রায় ১৩৪৬.০৯ কোটি টাকা, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা হিসেবে মোট ১২৬.৩৫ কোটি টাকা ও প্রত্যেক জীবিত ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধাকে ৫ হাজার টাকা হারে বিজয় দিবস ভাতা হিসেবে মোট ২৪০.৭৭ কোটি টাকা প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে উপজেলায় মোট ৪৩৭টি কমপ্লেক্স ভবন নির্মাণসহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ১১০৫৭টি বাসস্থান নির্মাণ সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী সেবা প্রত্যাশীদের দোরগোড়ায় সেবা প্রদানের অংশ হিসাবে ১৮৫০০০ জন সম্মানি ভাতাভোগী মুক্তিযোদ্ধাকে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল জিটুপি পদ্ধতিতে দ্রুততম সময়ে তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে ইএফটি তে সম্মানি ভাতা পরিশোধ করা হচ্ছে।
 

৫ বছরের সাফল্য ৫ বছরের সাফল্য